জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে পরিযায়ী পাখি উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম পাহাড়ি পটল এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয়। জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিমের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জামালপুর রেঞ্জ সহকারী মো. জিয়াউল হক ও মেহেদি হাসান রনি।
অভিযানকালে ওই এলাকার ইব্রাহিমের ছেলে আলতাফুর ও রেখিরপাড়া গ্রামের মধুর আলীর ছেলে ইয়াসিনের কাছ থেকে পাঁচটি শিকারি ঘুঘু ও দুইটি টিয়া পাখি উদ্ধার করা হয়।
উদ্ধারকালে পাঁচটি পাখি ধরার ফাদ ও একটি টিয়া পাখির খাঁচা জব্দ করে বন বিভাগ।
তাদের এ অভিযানে সহায়তা করে উপজেলার পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংগঠন বিহঙ্গের সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, হাসিবুল হাসান ফারুক ও স্থানীয় পাখিপ্রেমী যুবক সুমন।
জামালপুর রেঞ্জ সহকারী মো. জিয়াউল হক জানান- স্থানীয় জনপ্রতিনিধি ও হাজড়াবাড়ি পৌরসভার প্যানেল মেয়র সজীবের উপস্থিতিতে আর কোনদিন পাখি শিকার না করার শর্তে মুচলেকা নিয়ে শিকারীদের ছেড়ে দেয়া হয়।
জামালপুর বন বিভাগের কর্মকর্তা আব্দুল করিম জানান, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী পরিযায়ী পাখি শিকার শাস্তিযোগ্য অপরাধ।
তিনি আরো জানান, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষাকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/হারুনী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]