
আমতলী উপজেলার উত্তর গোছখালী সড়কে মোটর সাইকেল চাপায় আলেয়া বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ মে, রবিবার রাতে।
জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর গোছখালী গ্রামের আলেয়া বেগম রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনের রাস্তা পাড় হচ্ছিল। ওই সময় একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে, সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন হালিমা বেগম বলেন, আলেয়াকে একটি মোটর সাইকেল চাপা দিয়ে পালিয়ে গেছে। সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আমতলী থানার ওসি একেএম মিজানুর বিবার্তাকে বলেন, খবর পেয়েছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/নোমান/রোমেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]