
রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
আজ সোমবার ( ২৯ মে) সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে ভানুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকা স্কাই’ জাহাজটি মোংলা বন্দরে ভিড়ে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের ব্যবস্থাপক জানান, গত ২৮ এপ্রিল ৩৩৯ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে এক হাজার ১৪৯ মেট্রিকটন মেশিনারি মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এ জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মালামাল আনা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে খালাস করে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
বিবার্তা/জাহিদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]