
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুলতান মাহমুদ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুলতান ওই এলাকার মৃত মুসা সরকারের ছেলে।
নিহতের বড় ভাই কেএম নাছির উদ্দিন জানান, সুলতান বাড়িতে একাই থাকতেন। এ ঘটনার ৪ থেকে ৫ দিন আগে সুলতানের সাথে যোগাযোগ হয়। গত মঙ্গলবারও এলাকার মানুষ তাকে দেখেছে। কিন্তু বৃহস্পতিবার সুলতানের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তার কোন খবর পাইনি। এলাকাবাসী অনেকের সাথেও যোগাযোগ করে সুলতানের খবর না পেয়ে পুলিশে চাকরি করা আমাদের এক ভাগিনার সাথে যোগাযোগ করি।
পরে সে ঘাটাইল থানায় যোগাযোগ করলে পুলিশ এসে ঘরের ভেতর থেকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুলতানের লাশ উদ্ধার করে। দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীর গলতে শুরু করেছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, রাত আড়াইটার দিকে গালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন এখনো কোন অভিযোগ করেনি। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।
বিবার্তা/ইমরুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]