রাজবাড়ীতে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার, পলাতক ২৪
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৬:০৫
রাজবাড়ীতে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার, পলাতক ২৪
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক ফারজানা আলম ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২৪ আসামী পলাতক রয়েছে।


শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক মো. মাহাবুর হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। জেলার ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ সহ ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


পুলিশ জানায়,শনিবার বিএনপির বিক্ষোভের সময় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা।


নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ লীগের নেতাকর্মীরা হামলা করেছে। আবার আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এটি কোন গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। দ্রুত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন জেলা বিএনপির সাবেক সভাপতি।


রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com