রামগড়ে স্কেভেটর উল্টে প্রাণ গেল চালকের
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৪:২৮
রামগড়ে স্কেভেটর উল্টে প্রাণ গেল চালকের
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি জেলার রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টে চালক মিজানুর রহমান (৩২) নিহত হয়েছেন।


শনিবার রাত ১১টায় তালমনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সে নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্দা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কেভেটরটি জব্দ করা হয়েছে। সেই সাথে মামলাসহ পরবর্তী আইনি প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


স্থানীয় সূত্র জানান, ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিক্তিক রাতের আঁধারে মো. ফেরদৌস নামে একব্যাক্তির মালিকানাধীন পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টে গিয়ে চালকের মাথা থেঁতলে যায়। এতে চালক মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ধরনের কর্মকাণ্ডের ফলে যেমনি ধ্বংস হচ্ছে প্রকৃতি পরিবেশ। তেমনি বাড়ছে ঝুঁকি ও প্রাণহানি। তাই জেলাজুড়ে পাহাড়কাটা বন্ধসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে জরুরি ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন সমাজের।


বিবার্তা/মামুন/মাসুম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com