রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬
প্রকাশ : ০৪ মে ২০২৩, ১৯:৪০
রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় আর আই সি এল স্টিল মিলে ভাট্টী বিস্ফোরণে ১ জন নিহত ও ৬ জন দগ্ধ হয়েছে।


৪ মে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


নিহতের নাম শংকর (৪০)। তাকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসার পরে বিকেলে সাড়ে পাঁচটার দিকে মারা যান।


দগ্ধরা হলেন- রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), জুয়েল ( ৩৫) , আলমগীর (২০), ইয়াসিন (৩৫ ), অয়ন (২০)।


আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিকরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ১৫ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এ সময় শ্রমিক শংকরকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। আরও কয়েকজন হয়ত দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে আনা হয়নি।


শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন তিনি বিবার্তাকে বলেন বিস্ফোরণে সাতজন শ্রমিকের মধ্যে শংকর নামে একজন শ্রমিক মারা গেছেন। বাকি ৬ জনের মধ্যে চারজন অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সমস্ত শরীর দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন। তাদেরকে( এইচ ডি ইউ ) হাই ডিপেন্সি ইউনিটে নেয়া হবে।


বিবার্তা/বুলবুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com