টাঙ্গাইলে মহান মে দিবস পালিত
প্রকাশ : ০১ মে ২০২৩, ২০:৩৩
টাঙ্গাইলে মহান মে দিবস পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রমিক--মালিক এক করি,স্মার্ট বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে৷


সোমবার (১ মে) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যাগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।


জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, আজকে শ্রমিকরা সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি৷ তবে একটি মহল আবারো টাঙ্গাইলের রাজনীতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷


এর আগে শ্রমিকরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যােনে মিলিত হয়।



বিবার্তা/ইমরুল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com