হাওরে একসঙ্গে ধান কাটলেন ৩ মন্ত্রী
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ১৫:৪৬
হাওরে একসঙ্গে ধান কাটলেন ৩ মন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটা উৎসবে একসঙ্গে তিন মন্ত্রী ধান কেটেছেন। এ সময় বন্যার পূর্বাভাসে হাওরের বোরো ফসল নিয়ে শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।


বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ওই উৎসবে যোগ দেন তারা।


তিনমন্ত্রী হলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও উপমন্ত্রী এনামুল হক শামীম।


বন্যার পূর্বাভাস সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের প্রায় ১ হাজার হারভেস্টর ধান কর্তন করছে। ইতোমধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ। আগাম বন্যার আগেই হাওরের ধান কাটা যাবে।


ধানের দাম প্রসঙ্গে তিনি আরও বলেন, ধানের দাম যেমন আছে তেমন থাকবে। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাক, সেটা আমরা চাই। আশা করি, কৃষক তার ধানের উপযুক্ত মূল্য পাবে।


চলতি সপ্তাহে আগাম বন্যার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারব না। এটা উচিত নয়। তবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন সময় কমিয়ে আনতে হবে। এতে অকাল বন্যা থেকে বাঁচা সম্ভব।


এ সময় উপস্থিত ছিলেন পানি উপমন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com