২৬ লাখ টাকার ভারতীয় থ্রি পিস ফেলে পালাল চোরাকারবারী
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০৮:২৪
২৬ লাখ টাকার ভারতীয় থ্রি পিস ফেলে পালাল চোরাকারবারী
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে ২৬ লাখ টাকার ভারতীয় থ্রি পিস জব্দ করেছে বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনস্থ ফেনী ব্যাটালিয়ন (বিজিবি-৪)।


বুধবার (১২ এপ্রিল) দিনগত রাতে বিশেষ অভিযানে এগুলো জব্দ করা হয়।


বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে দেবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৮৪/৩-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফেনাপুস্করনী নামক স্থানে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে অন্ধকারে পাশের গ্রামে পালিয়ে যায়। এসময় টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ৭৪৫ পিস ভারতীয় থ্রি পিস জব্দ করে। এর আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা।


ফেনীস্থ বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব নিয়ে এসে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে থাকে। জব্দকৃত ভারতীয় বিপুল পরিমাণ থ্রি পিস স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com