দেশের জন্য যুবলীগ রক্ত দিতে প্রস্তুত: পলক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০১:২৭
দেশের জন্য যুবলীগ রক্ত দিতে প্রস্তুত: পলক
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যুবলীগের প্রতিটা নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে। ত্যাগী ও নিঃস্বার্থ কর্মী হিসেবে তৈরি হতে হবে। দেশের প্রয়োজনে যুবলীগ রাজপথে রক্ত দিতে প্রস্তুত। বিএনপি জামায়াতের সন্ত্রাসের জবাব আগামী নির্বাচনে দিতে হবে।


শনিবার (১ এপ্রিল) নাটোরের কলম স্কুল মাঠে কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে কনিষ্ঠ এমপি করেছিলেন, অল্প বয়সে কেন্দ্রীয় কমিটির সদস্য করেছিলেন। পদ-পদবীর জন্য ধর্ণা দিতে হবে না। জনগণ আপনার পাশে থাকলেই আপনি নেতা।


তিনি আরও বলেন, বিগত দিনে বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। আগামী নির্বাচনে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।


কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এসএম গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রকিবুল হাসান, সাবেক জিএস মমিন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ রাসেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী প্রমুখ।


সম্মেলনে মাসুদ রানাকে সভাপতি ও নাজমুল হোসেন কাজলকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com