শিরোনাম
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ২০:৪৭
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে। ১ এপ্রিল, শনিবার বিকেলে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ব্যানারে এই আয়োজন করা হয়।


এতে আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী, আবদুল মতলব, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক লীগ নেতা ইউছুফ পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বক্তব্য রাখেন। এসময় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা মিথ্যাচার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন তারা মানতে নারাজ। প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বের কারণেই শান্তিতে রয়েছে জনগণ। কিন্তু অহেতুক দাবি তুলে আন্দোলনের নামে দেশকে ফের অশান্ত করে তুলতে চাচ্ছে বিএনপি, তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনার নির্দেশে দেশকে নিরাপদ রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে।


বিবার্তা/সুমন/মোবারক/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com