স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১১:১৯
স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বিকেল সাড়ে ৫টায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে এ সিরিমনি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে সীমান্তের শূন্যরেখায় বিউগল বাজিয়ে প্যারেডের মাধ্যমে দুইদেশের জাতীয় পতাকা নামানো হয়। এ সময় উভয় দেশের নাগরিকরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দেয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে উপহার সামগ্রী দেয়া হয়।


অনুষ্ঠান শেষে বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. আবুকালাম শামসুদ্দিন রানা সাংবাদিকদের বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে সৌহার্দপূর্ণ অবস্থানের অন্যতম নিদর্শন দুই বাহিনীর যৌথ এই রিট্রিট সিরিমনি। আমাদের স্বাধীনতা যুদ্ধে বন্ধপ্রতীম দেশ ভারতের অবদান সবসময় কৃদজ্ঞচিত্তে স্মরণ করি। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত ভারত সর্বক্ষেত্রে আমাদের সহযেগিতা করছে। আমরা সীমান্তে দায়িত্বপালনকালেও বিএসএফের সহযোগিতা পাচ্ছি।


অনুষ্ঠানে বিএসএফের ত্রিপুরার গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি রাজ নারায়রণ মিশ্র ও ৪২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শের সিং এবং বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ উপস্থিত ছিলেন। এসময় উভয় দেশের স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা লোকজন এই জাঁকজমকপূর্ণ রিট্রিট সিরিমনিটি উপভোগ করেন।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com