
নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ, রবিবার সকালে উপজেলা চত্বরে লোহাগড়া উপজেলা প্রসাশন,লোহাগড়া থানা পুলিশ, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল অংসংগঠন, ও সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, লোহাগড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আব্দুল হামিদ, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, পৌরসভার মেয়র মশিয়ুর রহমান প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা, কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ।
এদিকে ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
বিবার্ত/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]