মাগুরা শালিখার আড়পাড়া-শালিখা সড়কের আড়পাড়া বাজারের দাউদ মুন্সীর রাইচ মিলের সামনে বালু ভর্তি ট্রাকের চাপায় দুই মটোরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে (২৩ মার্চ) রাতে সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আড়পাড়া বাজারের দাতের চিকিৎসক সাহাবুর রহমান (৪০) ও কাপড়ের দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৫) মোটরসাইকেল যোগে বাজার থেকে তাদের গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিল। পথিমধ্যে দাউদ মুন্সীর রাইচ মিলের সামনে পৌছালে শালিখা-আড়পাড়া গামী ওষুধের কার্ভড ভ্যানকে সাইড দিতে গিয়ে আড়পাড়া - শালিখাগামী বালু ভর্তি ট্রাক মটোরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
নিহত শাহাবুর শালিখা উপজেলার ঝুনারী গ্রামের নুরমহম্মদ মোল্যা ও একই গ্রামের শামিমুর রহমান মোল্যার পুত্র সাকিব হোসেন। ঘাতক ট্রাকসহ চালক হানিফ মোল্যাকে ও পিকআপ ভ্যান শালিখা থানার পুলিশ আটক করলেও, পিকআপ ভ্যানের চালক ও হেল্পার পালাতক রয়েছে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশাররফ হোসেন বলেন আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে পৌঁছাই এবং দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার ও ঘাতক ট্রাক-পিকআপ ভ্যান জব্দ করি। এ ছাড়া ট্রাকের চালক কে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
বিবার্তা/মনিরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]