খিলগাঁওয়ে ভবন থেকে পাইপ পড়ে পথচারীর মৃত্যু
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ২৩:১০
খিলগাঁওয়ে ভবন থেকে পাইপ পড়ে পথচারীর মৃত্যু
ঢামেক প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর খিলগাওয়ের ভুইয়াপাড়ায় নির্মানাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে আবুল বাছের সোহেল (৩০) নামে এক পথচারীর নিহত হয়েছেন ।


বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে খিলগাঁও ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।


খিলগাঁও থানার এসআই মো. জসিম উদ্দিন বিবার্তাকে জানান, বিকালে ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তা দিয়ে হেটে যাওয়ার পথে নির্মানাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ তার মাথার উপর পরে, ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


নিহতের বড় ভাই আবুল কাশেম স্বপন বলেন, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জর উপজেলার বটতলি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সে। বর্তমানে খিলগাও ভুইয়াপাড়া এলাকায় পরিবার সন্তান নিয়ে থাকতেন। সে পেশায় ব্যাটারীচালিত রিকশা চালক ছিলেন।


তিনি আরো বলেন, বিকালে বাসা থেকে নুরানী মসজিদের পাশে চা খেতে যান সেই মুহূর্তে পাইলিং মাথায় পরে ঘটনাস্থলে মারা যান তিনি।


বিবার্তা/বুলবুল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com