কুষ্টিয়ায় ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১১:৪৬
কুষ্টিয়ায় ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান, ৩ লাখ টাকা  জরিমানা
কুষ্টিয়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার খোকসায় ভেজাল গুড় তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে দুই কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। ২২ মার্চ (বুধবার) রাতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।


ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কুষ্টিয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত খোকসা উপজেলার কালীবাড়ি এলাকায় মেসার্স দিলীপ ট্রেডার্স ও নিত্য গোপালের গুড়ের কারখানায় অভিযান চালায়।


এসময় কারখানা দুটি থেকে ৩২ হাজার ৭২৫ কেজি ভেজাল গুড় জব্দ করা হয় এবং কারখানার মালিক ও ম্যানেজার রাজ কুমার বিশ্বাস ও হরিপদ বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রত্যেককে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে জব্দকরা ভেজাল গুড় ধ্বংস করা হয়।


ভ্রাম্যমান আদালত চলাকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের টিম উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com