
রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে মালিবাগে ট্রেন-বাস সংঘর্ষের খবর পায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পরই সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ে থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]