প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো দৌলতপুর
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৫:৫৬
প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো দৌলতপুর
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


বুধবার, ২২ মার্চ সকাল ১১ ঘটিকার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ে খুলনা বিভাগের ৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এর মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো।


ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন বিশ্বাস, জেলার সিনিয়র সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গণ, এই প্রকল্পের সুবিধাভোগী সহ দৌলতপুরে কর্মরত সাংবাদিক বৃন্দ। 


উল্লেখ্য, দৌলতপুর উপজেলাতে ২০২০-২১ অর্থবছরে ৮৮ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। এবং ২০২১-২২ অর্থবছরে ১০২ টি গৃহ হস্তান্তর করা হয়েছে, সর্বমোট ১৯০ টি গৃহ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। যার সর্বমোট ব্যায় ৪,২০,৩০,০০০ টাকা। দৌলতপুরে ৪র্থ পর্যায়ে কোনো ভূমিহীন আবেদন করেনি। আগামীতে কোনো গৃহহীন ও ভূমিহীন আবেদন করলে পাকুড়িয়ার বর্ধিত আশ্রায়ণ প্রকল্পে গৃহ বরাদ্দ দেওয়া হবে। এখানে প্রায় ১০০ পরিবার থাকার মতো ব্যবস্থা আছে।


বিবার্তা/তুহিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com