
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন প্রাগপুর মহাজেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয় ও বিপুল পরিমাণ মাদক মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে প্রাগপুর মহাজেরপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে নওশাদের বসত ঘরে অভিযান চালায়। এসময় বস্তা ভর্তি ১২০ বোতল ফেনডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নওশাদ পালিয়ে যায়। অভিযান চলাকালে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার উপস্থিত ছিলেন।
মাদক উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, মাদক ক্রয় বিক্রয় ও মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর পুলিশ অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ছবি : ফেনসিডিল উদ্ধার।
বিবার্তা/শরীফুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]