মাদারীপুরে বাস দুর্ঘটনা, ঢামেকে নিহত ২ ও নারীসহ ৩জন ভর্তি
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০১:২২
মাদারীপুরে বাস দুর্ঘটনা, ঢামেকে নিহত ২ ও নারীসহ ৩জন ভর্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাদারীপুর বাস দুর্ঘটনায় ৯ জন আহতদের মধ্যে ঢামেকে তিনজন ভর্তি, চার জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর দুইজন মারা গেছেন ।


নিহতরা দুজন হলেন, মিনহাজ উদ্দিন(২০) পিতা মিজান বিশ্বাস গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর পুরাতন মানিকদা গ্রাম। তিনি দুর্ঘটনায় কবলিথ পরিবহনের সুপারভাইজার ছিলেন।


দ্বিতীয় ব্যক্তি হলেন, মোহাম্মদ আকবর(৭৫)তার গ্রামের বাড়ি বাগেরহাট কুমলাই গ্রাম, তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষাগত করতেন বর্তমানে অবসরে ছিলেন তিনি।


আহত অবস্থায় যারা ভর্তি আছেন। পঙ্কজ কান্তি দা (৪০) আনসার( ভি ডি পি ) রাজার বাগ ব্যাংক ম্যানেজার তিনি ও বুলবুল (৫০) প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।


এরা দুজন ১০২ নম্বর  অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি রয়েছেন।


ঝুমা বেগম (৩৪) গুলশান সৌদি এম্বেসিতে ওমরা হজের উদ্দেশ্যে ভিসার জন্য আসার পথে বাসের দুর্ঘটনায় আহত হন তিনি। বতর্মানে ১০৩ নম্বর নিউরো ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।


মাদারীপুরের শিবচরে ভাঙ্গা--ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে গুরুতর আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসার পরে। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি সাতজন চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যেও চারজন চলে গেছেন প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনজনকে ভর্তি রাখা হয়েছে।


ঢামেক  পুলিশ ফাঁড়ির ইনচার্জ  বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, শিবচরে বাস দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মারা গেছেন।  মরেদহ দুটি ময়নাতদন্ত ছাড়া স্বজনরা তাদের নিজ দায়িত্বে মরদেহ  নিয়ে গেছেন। চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এক নারীসহ তিনজনকে ভর্তি রাখা হয়েছে।


উল্লেখ্য রবিবার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে যায়। এতে এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া  গেছে।


বিবার্তা/বুলবুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com