পিরোজপুরে মাদক ব্যাবসায়ীকে কারাদন্ড
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ২০:৪৬
পিরোজপুরে মাদক ব্যাবসায়ীকে কারাদন্ড
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় জাহাঙ্গীর হোসেন সরদার (৫২) নামে এক মাদক ব্যাবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদনন্ড দিয়েছেন আদালত।


একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই মামলার অপর এক ধারায় তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।


রবিবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন সরদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে।


আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ০৬ ফেব্রুয়ারি সন্ধা ৬ টার দিকে ভান্ডারিয়া থানা পুলিশ পূর্ব ভান্ডারিয়া গ্রামের মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর হোসেন সরদারের বাড়িতে অভিযান চালায়।


অভিযানে মাদক কেনাবেচার সময় জাহাঙ্গীর হোসেন সরদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন পুলিশের উপ পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম ভান্ডারিয়া থানায় একটি মাদক মামলা করেন।


এ ঘটনায় ২০১৭ সালের ১৪ মার্চ ভান্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে পাঁচ বছরের কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর এক ধারায় ছয় মাসের সশ্রম কারাদন্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।


বিবার্তা/তাওহিদুল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com