ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধে ওরিয়েন্টেশন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩
ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধে ওরিয়েন্টেশন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ -শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ অর্জনে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮ বিষয়ে মিডিয়া পার্সোনেলদের অংশ গ্রহনে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন ও উপপরিচালক মহিলা বিষয়ক অধিদফতর আয়োজনে ও বেসরকারি সংস্থা আরডিএস বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আরডিএস বাংলাদেশ, ঠাকুরগাঁও এর ইউনিট অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।


বাল্যবিবাহ নিরোধে ওরিয়েন্টেশনে নির্ধারিত বিষয়ের উপরে তথ্য-উপাত্ত তুলে ধরেন আরডিএস বাংলাদেশ, ঠাকুরগাঁও এর জেলা কোঅর্ডিনেটর ঝর্না বেগম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক জিন্নাতারা ইয়াসমিন সহ আরডিএস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী অংশ নেয়।


বিবার্তা/বিধান দাস/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com