সড়ক-ফুটপাতে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে পৌরবাসী
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
সড়ক-ফুটপাতে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে পৌরবাসী
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাংশা পৌর এলাকার সবচেয়ে ব্যস্ততম রাস্তা উপজেলা সড়ক। এমনিতেই প্রতিদিন যানজট লেগে থাকে ব্যস্ততম এ সড়কে। তার উপর আবার অনুপ দত্ত মার্কেট থেকে বারেক মোড় এলাকার সড়কটি দখল করে পাথর, ইট, বালুসহ নির্মাণ সামগ্রী রেখে বহুতল ভবন মার্কেট নির্মাণ কাজ করছে ব্যবসায়ী নিজাম উদ্দিন, মনির, আমিরুল, ইমরোজ মিয়া।


এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে ও চরম দুর্ভোগে পড়ছেন পড়েছেন শহরবাসী। যানজট-দুর্ঘটনাসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই এসব নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে সড়কের উপর।


পৌরবাসী বলছে, আইন অনুযায়ী সড়কে ইট, বালু, সিমেন্ট ও পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা বেআইনি। কিন্তু তারপরও এ বিধান কেউ মানছেন না। আবার অনেক ইট-বালু-রড ব্যবসায়ী রাস্তার ওপর তাদের মালপত্র রেখে ব্যবসা পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো জোর পদক্ষেপ নেয়া হচ্ছে না বলেও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ ওঠেছে।


স্থানীয়রা বলছেন, পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায়ই সড়ক ও ফুটপাত দখল করে দীর্ঘদিন যাবৎ নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ করা হয়। এতে করে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। শুধু তাই নয়, মাঝে মধ্যে এ কারণে ফাঁকা রাস্তায় প্রায়াই যানযট লেগেই থাকে। এরপরও নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। আগে কম থাকলেও বর্তমান সময়ে পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় নির্মাণ সামগ্রী বেশি রাখা হচ্ছে। ব্যবস্থা না নেয়ায় এমন ঘটনা ঘটছে বলে অনেকেই অভিযোগ করেছেন।


শনিবার (১১ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাংসা উপজেলা সড়কের সাব রেজিস্টার অফিসের সামনে মার্কেটি ভেঙ্গে বহুতল ভবন নির্মাণ করছেন ব্যবসায়ী নিজাম উদ্দিন, মনির, আমিরুল। নির্মাণ কাজে ব্যবহৃত ইট, ভরাট বালু, সিলেকশন বালু, কংক্রিট, বোল্ডার ভাঙ্গা পাথর, বড় পাথর ইত্যাদি সড়কের উপর মজুদ করে রেখেছে। ফলে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ওইসব নির্মাণ সামগ্রীর কারণে পথচারীরা ফুটপাত দিয়েও হাটতে না পারায় সড়ক দিয়েই হাটা-চলা করতে হচ্ছে তাদের।


পথচারী আবুল কালাম আজাদ বলেন, অনেকদিন ধরেই এ সড়কের উপর পাথর, বালু, ইট ও কংক্রিট রেখে ভবন নির্মাণ কাজ চলছে। এতে সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ বেড়েছে। সড়কের উপর নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ করার এমন নজির পৃথিবীর কোথাও নেই।


এ বিষয়ে বইয়ের দোকানদার জাহাঙ্গীর বলেন, সবসময় এ পথ দিয়েই যাতায়াত করি। এমনিতেই এ সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি, যানজটও লেগে থাকে প্রায় সবসময়। তার উপর আবার সড়ক দখল করে এসব বালি, ইট ও কংক্রিট রাখার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়।


ভ্যানচালক তাইজুল বলেন, কি বলবো, আমরা গরিব মানুষ।রাস্তার উপর মালামাল রেখে রাস্তা আরো ছোট হয়ে যাচ্ছে। ফলে প্রায়ই রিক্সা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের সাথে সংঘর্ষের ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে।


পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল জানান, ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার জন্য কোন অনুমতি দেওয়া হয় নাই। যারা বলছে মিথ্যা কথা বলছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কোন সুযোগ নেই। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করি। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এ ব্যাপারে ফোনে জানতে চাইলে ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন,পৌরসভা থেকে মৌখিকভাবে অনুমতি নেওয়া আছে। এই মার্কেটের বেশিরভাগ অংশই নিজাম উদ্দিনের তিনিই অনুমতি নিয়েছে।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com