দেশে বৈষম্য আর দুর্নী‌তি চরমভাবে বৃ‌দ্ধি পেয়েছে: রাশেদ খান মেনন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪১
দেশে বৈষম্য আর দুর্নী‌তি চরমভাবে বৃ‌দ্ধি পেয়েছে: রাশেদ খান মেনন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে এক‌দিকে উন্নয়নের ধারায় অগ্রসর হচ্ছে অন্যদিকে দেশে বৈষম‌্য এবং দুর্নীতি চরমভাবে বৃ‌দ্ধি পেয়েছে। দেশে সাম্প্রদা‌য়িক ও মৌলবা‌দী শ‌ক্তি আক্রমণের মাত্রা ছাড়িয়েছে । সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষাব‌্যবস্থাকে কেন্দ্র করে  জামায়াতসহ দেশের রাজ‌নৈ‌তিক দলগুলো মাঠে নেমেছে। 


শ‌নিবার (৪ ফেব্রুয়া‌রি) বিকালে  টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়েজিত ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় বক্তব্য দেওয়ার আগে সাংবা‌দিকদের তিনি এসব কথা বলেন । 


রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে দেশের  উন্নয়‌ন হলেও  এর ফলাফল জনগণ পাচ্ছে না।  


তি‌নি আরো বলেন, সংসদ ভবনে প্রধানমন্ত্রী আমাদেরকে বিরোধী দলে বসার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তখন তাকে বলে‌ছিলাম, আমরা এক‌টি প্ল্যাটফর্মে নির্বাচন করেছিলাম। আমরা এখনও ১৪ দ‌ল জোটে আছি। আগামীতে জো‌টবদ্ধ হয়েই নির্বাচ‌ন করার আশা ক‌রছি।


বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল শাখার জেলা সভাপ‌তি কমরেড  গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপ‌তিত্বে অনুষ্ঠানে  বক্তব‌্য রাখেন, কমরেড  আ‌নিসুর রহমান মল্লিক, মো. আজাদ খান ভাসানী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পিপলু প্রমুখ। 


বিবার্তা/ইমরুল/এসবি 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com