
কক্সবাজারের রামু গর্জনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মহিউদ্দিন পুতু (২৮) নামে এক যুবকের ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বজুমছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মহিউদ্দিন পুতু গর্জনিয়ার পূর্বজুমছড়ি এলাকার শরাফত আলীর ছেলে। সে গর্জনিয়া ইউনিয়নের ডিজিটাল কম্পিউটার সেন্টারে অপারেটর হিসাবে দায়িত্বে ছিলেন।
গর্জনিয়ার পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী মারা যাওয়া যুবকের পরিবারের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মহিউদ্দিন পুতু নিজ বাড়িতে নিজেই বৈদ্যুতিক মটর স্থাপনের কাজ করছিল। এমন সময় অসতর্কতা বসত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়। মহিউদ্দিনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/তাফহীমুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]