জামালপুরে চার টিকেট কালোবাজারি গ্রেফতার
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:০৭
জামালপুরে চার টিকেট কালোবাজারি গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে চার টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪। গতকাল রাতে তাদেরকে আন্তঃনগর ট্রেনের ৩৩টি টিকেটসহ গ্রেফতার করা হয়।


আটককৃতরা হলেন জামালপুর পৌর শহরের সাহাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো.ইয়াছিন(৩৫) একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো.জামাল(৩৬),মৃত ননী মিয়ার ছেলে মো.উজ্জল মিয়া(৪৩) এবং আরব আলীর ছেলে মো.লিটন মিয়া(৪০)।


জামালপুর র‌্যাব -১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। জামালপুর সদর থানার ওসি(তদন্ত) নুর মোহাম্মদ জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবব্ধ চক্র জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অতিরিক্ত মূল্যে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করে আসছিল।


এরই প্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/ওসমান/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com