এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত ২৯ জানুয়ারি প্রকপ্লের কাজ না দেওয়ার কারণে ঠিকাদার সাহাব উদ্দিন গং কর্তৃক এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।


মঙ্গলবার দুপুরে নরসিংদী এলজিইডি কার্যালয়ের সামনে এ মানববন্ধনে নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে দাবি করা হয়-


১। সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে।


২। সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডি’র প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।


৩। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে।


৪। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিষ্ট্রেসী ক্ষমতা প্রদান করতে হবে।


বিবার্তা/কামাল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com