
নড়াইলের চিত্রা নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী ইসহাক মোল্যার (৭০) লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাটনা সুইসগেট সংলগ্ন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ী ইসহাক মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম মোল্যার ছেলে। তিনি বড়দিয়া বাজারের গুড় ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে বাজারে নিজ দোকানে আসে। এলাকার লোকজন বিকালে মহাজন ঘাটে চা খেতে দেখেছেন। রাতে ব্যবসায়ীক কাজ সেরে আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। স্বজনরা জানায় চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তার টাকা পয়সার লেন-দেন ছিল। তবে পরিবারের লোকজনের ধারনা তাকে কে বা কারা হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
এ ব্যাপারে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন, লাশটি ফুলে গেছে। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিবার্তা/শরিফুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]