
নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায় একটি আম বাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউপির একটি আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউপির, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আম বাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করেন মান্দা থানার উপ পুলিশ পরিদর্শক ফজলে এলাহী। পরে উদ্ধারকৃত পরিত্যাক্ত ককটেল থানা হেফাজতে নেয় পুলিশ।
মান্দা থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউপির একটি আম বাগান থেকে ১৮টি পরিত্যাক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
বিবার্তা/আপেল মাহমুদ/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]