
বরগুনায় বিশেষ চাহিদাসম্পন্ন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কৃষি ও সমবায় উপকমিটি ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব।
সোমবার (৩০ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসয় জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের প্রায় ৬ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ বছর শীত মৌসুমে এসএম মশিউর রহমান শিহাব বিভিন্ন সময়ে প্রায় ১০ হাজার দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বলে জানান। এছাড়া প্রতিবছর ঈদ-উল ফিতর, ঈদ-উল-আযহাসহ হিন্দু ধর্মাবলম্বীদের দর্গোৎসবের সময় তিনি অসংখ্য অসহায় মানুষের মাঝে নিয়মিত বস্ত্র বিতরণ করে আসছেন। বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক কাজের পাশাপাশি প্রতিবছর এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননাও দিয়ে থাকেন তিনি।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]