কর্মবিরতিতে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:০২
কর্মবিরতিতে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টসের কর্মসূচির অংশ হিসাবে ২ দিনের কর্মবিরতি পালন করছে বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্ট) এসোসিয়েশন।


সোমবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।


তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কাস্টমস লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশন ৩০ ও ৩১ জানুয়ারি দুই দিন বাংলাদেশ কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে পুর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে।


তিনি আরও জানান, কর্ম বিরতি চলাকালে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর থেকে পণ্য ছাড়া করা হবে না।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com