দৌলতপুর মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৮
দৌলতপুর মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


‘মাদকাসক্ত দূর করতে সামাজিক সচেতনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ বিতর্কের বিষয় নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী এই মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


দৌলতপুর ইউএনও মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর সহকারী কমমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম।


এছাড়া, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


দৌলতপুর কলেজসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেয়। কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দৌলতপুর কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার আঁখি প্রথম ও শাহীন রেজা দ্বিতীয় এবং একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মনিসা তৃতীয় স্থান অধিকার করে। ফলাফল ঘোষণার পর শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


বিবার্তা/শরীফুল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com