মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির কারখানার সন্ধান
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ২২:৪৮
মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির কারখানার সন্ধান
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।


মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকাল ৪টার সময় মহেশখালীদ্বীপের হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকার বারইখইল্লা ঘোনার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। এসময় চোলাই মদ জব্দ করে পুলিশ। অভিযান টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যায়।


মহেশখালী থানা পুলিশ সূত্রে জানাগেছে, উদ্ধারকৃত অস্ত্র তৈরির সরঞ্জামাদির মধ্যে রয়েছে, লেদ মেশিন, তৈরী অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুজের খোসাসহ ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি। উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।


স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেন। আশে পাশের পানবরজে কর্মরত লোকজনের সাথে কথা বলে জানা যায় উক্ত অস্ত্র এবং মাদক কারখানার সাথে রবিউল হোসেন প্রঃ রবি (৩৫), মনির (৩০), মানিক জড়িত।


ওসি বলেন, জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/তাফহীমুল/জেএইচ




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com