ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচন: জাতীয় পার্টির প্রচারণায় কেন্দ্রীয় নেতারা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:৫৮
ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচন: জাতীয় পার্টির প্রচারণায় কেন্দ্রীয় নেতারা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ২ (আশুগঞ্জ- সরাইল) উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।


২৩ জানুয়ারি, সোমবার সকাল থেকে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আশুগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ চালানোর পাশাপাশি কর্মী সমাবেশ করেন তারা। নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চান।


এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুর, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নেতা নাসির আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রচারণা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুর বলেন, লাঙ্গলের পক্ষে যে গণজোয়ার উঠেছে, তাতে উৎসাহ যোগাতে আমরা এসেছি। বর্তমান দেশের পেক্ষাপটে লাঙ্গলের ভোট অনেক বেড়েছে। সরাইল-আশুগঞ্জে জনগণ এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং জাতীয় পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।


বিবার্তা/আকঞ্জি/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com