মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১১
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:৫৩
মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১১
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্যঘের নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৩ নারীসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।


সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে ২৬ বিঘা জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন, মানিক হাওলাদার (৩০), হানিফ হাওলাদার (৫০), হালিম হাওলাদার (৪২), নুর মোহাম্মদ শেখ (৫২), আব্দুল জলিল হাওলাদার (৩৮), ময়না বেগম (৩০), জাকির শেখ (৪৫), আলমগীর শেখ (৪০), রাকিব খান (২৫), দুলালী বেগম (৩০) ও বেবী বেগম (৩২)। এদের মধ্যে মানিক গুরুতর জখম বলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।


হাসপাতালে চিকিৎসাধীন হালিম হাওলাদার বলেন, লক্ষীখালী গ্রামের আলমগীর শেখ ৫-৬ বছর ধরে বাইনতলা গ্রামে তাদের ২৬ বিঘা জমির একটি ঘের জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। বিষয়টি নিয়ে এ পর্যন্ত ৮-১০ বার বিভিন্ন দপ্তরে শালীস বৈঠকও হয়েছে। সোমবার ঘেরের দখলে থাকা লোকজন তাদের ওপর হামলা করে।


অপরদিকে ঘেরটির দখলে থাকা আলমগীর শেখ বলেন, হারির টাকা দিয়ে চুক্তিবদ্ধ হয়ে তারা ওই জমিতে ঘের ব্যবসা করছেন। আজ একটি ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর হালিমের লোকজন হামলা করে।


এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেছেন, দুই পক্ষের মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


বিবার্তা/রাজু/এমএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com