জঙ্গি নেতাকে ধরতে রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব, চলছে গোলাগুলি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯
জঙ্গি নেতাকে ধরতে রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব, চলছে গোলাগুলি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নব্য জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শীর্ষ নেতাকে গ্রেফতারে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব-১৫ সদস্যরা। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে।


সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়ার কুতুপালং এলাকায় জঙ্গি এবং র‍্যাবের মধ্যে গোলাগুলি চলছে।


কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে সোমবার (২৩ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদ্রে বার্তায়ও এই অভিযানের কথা জানানো হয়েছে।


আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশের প্রায় সব জঙ্গি সংগঠন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে আগেই। ফলে জঙ্গি সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে নতুন প্ল্যাটফর্ম খুঁজছিল। এ কারণেই নতুন নাম দিয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com