আরসা প্রধানসহ ২৮ সন্ত্রাসীকে ধরতে রোহিঙ্গা ক্যাম্পে পোস্টার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ২০:৫৫
আরসা প্রধানসহ ২৮ সন্ত্রাসীকে ধরতে রোহিঙ্গা ক্যাম্পে পোস্টার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা ক্যাম্পে ২৮ চিহ্নিত সন্ত্রাসীকে ধরিয়ে দিতে ব্যাপকভাবে পোস্টার সাঁটানো হয়েছে। তবে কে বা কারা এ ধরনের পোস্টার লাগিয়েছেন তা জানা যায়নি।


আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ জুনুনীসহ ২৮ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারে বার্মিজ ভাষায় তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।


শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালীর বিভিন্ন ক্যাম্পে এ ধরনের পোস্টার দেখতে পান সাধারণ রোহিঙ্গারা।


১১, ১২, ১৮ ও ১৯ নং ক্যাম্পে এসব পোস্টার বেশি দেখা গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। তবে কারা এ পোস্টার লাগিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


পোস্টারে থাকা ২৮ জন হলেন, আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী, হেদায়েত উল্লাহ ওরফে খালেদ, মৌভলী মোস্তাক, মৌলভী লাল মোহাম্মদ ওরফে বোরহান, নুর কামাল ওরফে সমি উদ্দিন, ইব্রাহীম, মৌলভী জাকারিয়া, কাউসার ওরফে সাবের, খায়রুল আমিন ওরফে ইব্রাহীম, আলী জোহর, হাফেজ ইউনূছ, সানাউল্লাহ, জুলাইয়ার, শফিক, নুর মাহমুদ, হাফেজ নুর মোহাম্মদ, আব্দুর রহমান, হাসান, জাহিদ হোসেন ওরফে লালু, মাস্টার আব্দুর রহিম, জান্নাত উল্লাহ, মোহাম্মদ সলিম, মাহামুদুর রহমান, মোহাম্মদ জুবাইয়ের, মোহাম্মদ আলম ওরফে মুসা।


এ বিষয়ে ৮ নম্বর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, পোস্টার বিভিন্ন ক্যাম্পে সাঁটানো হয়েছে সেটা সঠিক, তবে কারা পোস্টারগুলো সাঁটিয়েছে সেটা জানা নেই। পোস্টারে থাকা সন্ত্রাসীরা যদি কোনো মামলার আসামি হয় তাহলে তাদের যে কোনোভাবে গ্রেপ্তার করবো। আমাদের কাছে এলে আমরা ব্যবস্থা নেব।


তুমব্রু সীমান্তে সহিংসতার কারণে যাতে ক্যাম্পে কোনও ধরনের প্রভাব না পরে সেজন্য ক্যাম্পজুড়ে টহল জেরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিবার্তা/তাফহীমুল/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com