শিরোনাম
ভাড়া বাসায় মিলল প্রাথমিক শিক্ষিকার ঝুলন্ত মরদেহ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৫:৪৯
ভাড়া বাসায় মিলল প্রাথমিক শিক্ষিকার ঝুলন্ত মরদেহ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জ পৌর শহরেরর জামতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে সমাপ্তি পাল সোনালী নামে এক প্রাথমিক সহকারী শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে পুলিশ শিক্ষিকার মরদেহটি উদ্ধার করে। তিনি দীর্ঘদিন যাবত এ বাসায় একা ভাড়া থাকতেন।


উদ্ধারকৃত মরদেহ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মৃত নিবারন চন্দ্র পালের মেয়ে সমাপ্তি পাল সোনালী। তিনি একই শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।


পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানায়, সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষক লোক পাঠালে তাকে সোনালী পালের বাসার দরজা একটা টেবিল দিয়ে আটকানো দেখেন। আর দেখেন সোনালীর মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, শিক্ষিকার মরদেহ ঘরের একটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।


মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি, তদন্ত সাপেক্ষে বাকি তথ্য জানা যাবে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com