লালমনিরহাটে দুই ইট ভাটায় ১২ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ২৩:৪৩
লালমনিরহাটে দুই ইট ভাটায় ১২ লাখ টাকা জরিমানা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটে ছাড়পত্রহীন ও কৃষি জমিতে নির্মিত দুই ইট ভাটায় ১২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পৃথক দুইটি অভিযানে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান।


জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমির উপর গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে পুলিশ নিয়ে ভ্রাম্যান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান।


এ সময় আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কালিস্থানের বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুলের বিটি ব্রিকস নামক ইট ভাটার ৮ লাখ টাকা এবং একই এলাকার বড় কমলাবাড়ি গ্রামের আশরাব আলী লালের এলএলবি ভাটার ৪লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান বলেন, কৃষি জমির উপর নির্মিত, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং পরিবেশ অধিদফতরের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুই ইট ভাটার ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/তমাল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com