রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবক গ্রেফতার
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ২১:৩৬
রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবক গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত আলাদা অভিযানে তাদের গ্রেফতার করে নগরীর শাহমখদুম থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন-নগরীর এয়ারপোর্ট থানার বায়া মাছ বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: মমিনুল ইসলাম (২৫), পবা থানার বসন্তপুর বাগধানীর হাসিবুর রহমানের ছেলে মো: শিমুল ইসলাম (২৫) ও কর্ণহার থানার দর্শনপাড়ার মো: রেকবুল ইসলামের ছেলে মো: রবিন আলী (২২)।


রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭ জানুয়ারি ২ টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে শাহমখদুম থানা পুলিশ।


পরদিন থানায় আরও একটি চুরির মামলা হয় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে। এরপর থেকেই আসামীদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছিল পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে পবার বড়গাছী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আসামি মমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।


তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আরেক আসামি শিমুলকে গ্রেফতার করা হয়। এই দুজনের দেয়া তথ্যের ভিত্তিকে বিকেলে রবিন আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।


তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে চোরাই মোটরসাইকেলটি। পরে এ নিয়ে আইনত ব্যবস্‌থা নেয়া হয়েছে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com