কুষ্টিয়ায় সৌদি রিয়াল প্রতারক চক্রের দুই সদস্য আটক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ২৩:৪৮
কুষ্টিয়ায় সৌদি রিয়াল প্রতারক চক্রের দুই সদস্য আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় সৌদি রিয়াল কেনা বেঁচা প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।


বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার মধ্যবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার সংগ্রামপুর এলাকার সুখ চাঁদ মন্ডলের ছেলে মো. আকরামুল ইসলাম (৩৪) ও একই এলাকার জিল্লাল সরদারের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪০)।


র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল ভেড়ামারা মধ্যবাজারে বিশেষ অভিযান চালায়। এসময় ৫০সৌদি রিয়ালসহ সৌদি রিয়াল কেনাবেঁচা প্রতারক চক্রের সদস্য আকারামুল ইসলাম ও আশরাফুল ইসলামকে আটক করে। দীর্ঘদিন যাবত তারা সৌদি রিয়াল কেনাবেঁচা করার কথা বলে সহজ সরল লোকদের সাথে প্রতারণা করে আসছিল বলে জিঞ্জসাবাদে স্বীকার করে।


বিবার্তা/শরীফুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com