দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:২৪
দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতপুর চন্দনা পাড়াস্থ বিদ্যালয় চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর জব্বার।


এসময় দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মজনুল কবির পান্না, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ স্থানীয় সুধীজন ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। তীব্র শীত উপেক্ষা করে অর্ধশতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা শীতের নানান রকম পিঠা-পুলি তৈরী করে বিদ্যালয় চত্বরে সাজিয়ে শীতের পিঠা উৎসবে অংশ নেয়।


দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসবে পরিদর্শনে গিয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর জব্বার প্রতিবন্ধকতা ও প্রতিকুলতা থাকা সত্বেও বিভিন্ন ধরণের পিঠার আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান এবং এ ধরণের আয়োজনের জন্য তাদের উৎসাহও দেন। পরে তিনি দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন।


বিবার্তা/শরিফুল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com