লক্ষ্মীপুরে বই উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৮:২৬
লক্ষ্মীপুরে বই উৎসব অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতো লক্ষ্মীপুরে শুরু হয়েছে বই বিতরণ উৎসব।


১ জানুয়ারি, রবিবার লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসা, পৌর শহীদ স্মৃতি একাডেমি ও পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পৃথক বই উৎসব। এসময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত হতে দেখা যায়।



বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম আবদুল্লাহ, বর্তমান অধ্যক্ষ নেছার উদ্দিন, পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু, প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী ও লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর মো. আল-আমিন প্রমুখ।



প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় বই কম এসেছে। এতে প্রত্যেক শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। ৩ থেকে৫ টি করে বই বই পেয়েছে সবাই। বাকি বই না আসায় দেওয়া হয়নি। খুব শিগগিরই বাকি বই আসবে। তখন সকল শিক্ষার্থীকে বই দেওয়া হবে। আলিয়া মাদরাসায় প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী ও শহীদ স্মৃতি একাডেমিতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত।


বিবার্তা/সুমন/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com