
কক্সবাজারে টেকনাফ-সেন্ট মার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইনে আগুন লেগেছে। রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে এই অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ইনচার্জ শাহ আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। আগুনে জাহাজের উপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। জাহাজে থাকা শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন নামের এই দু'টি পর্যটকবাহী জাহাজ নিজস্ব ঘাট দিয়ে প্রতি বছর টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করতো। কিন্তু এ বছর নাফ নদীর নাব্যতা সংকট দেখিয়ে সরকার টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।
বিবার্তা/তাফহীমুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]