
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের কথাগুলো দেশের সব মানুষকে জানাতে হবে। শুধু পদ্মাসেতু নয়, সারাদেশ জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করেছেন সেই কথা মানুষের দ্বারে-দ্বারে পৌঁছে দেওয়া নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব।
৩ ডিসেম্বর, শনিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় তিনি এ সব কথা বলেন।
অ্যাড. মিলন বলেন, ক্ষমতায় আসার পর সরকার কি করেছে আর কি করতে চায় এটা সাধারণ মানুষ বুঝতে পারলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ জয়ী হবে।
তিনি বলেন, সুন্দরবন অঞ্চলের মানুষের প্রাণের দাবি পানগুছি সেতুর কাজও চুড়ান্ত পর্যায় কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হতে যাচ্ছে। এছাড়াও মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বর্তমানে ৮০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রাজু/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]