
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি মিয়া ( ২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শিবাইস্তিন বালা বিবার্তাকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখি। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, রাতে কুতুবখালী হাইস্কুলের সামনে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। আমরা এখনো গাড়িটিকে সনাক্ত করতে পারিনি। সনাক্তের চেষ্টা চলছে।
নিহত রাব্বির খালু জামাল মিয়া তিনি বলেন, সে বিকেলে গ্যারেজ থেকে রিকশা বের করে নিয়ে যায়। পরে অন্য এক ব্যক্তির থেকে মোবাইল থেকে ফোন আসে রাব্বি রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় কুতুবখালী স্কুলের সামনে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে নিয়ে যায়।
তিনি জানান, নিহত রাব্বির গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী। তিনি আলী মিয়ার ছেলে। এক ছেলে এক মেয়েকে নিয়ে যাত্রাবাড়ী ছনটেক এলাকায় থাকতেন তিনি।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]