
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিভক্তি থাকলে কখনো উন্নয়ন হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। আর সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরল উপজেলায় অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌপ্রতিমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ অনেক উসকানি দেখেছে। কোনো উসকানিতে বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনি। সাম্প্রদায়িক উসকানি দিয়ে বাংলাদেশে কোনো লাভ নেই।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, এখান থেকে বাংলাদেশকে নামানোর ক্ষমতা কারো নেই।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আফসানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
বিবার্তা/শাহ্ আলম/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]