
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬ বোতল ফেনসিডিল ও ২৩ পিস ইয়াবাসহ সুমন মিয়া (৩০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুন) রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মৃত তুফান হালসানার ছেলে।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকের মূল্য ৯ হাজার ৩০০ টাকা এবং আটকের তাকে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]