
নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় প্রধান আসামি রহমতউল্লাহ ওরফে রনী বিশ্বাসকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) রাতে খুলনা থেকে তাকে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশ। গ্রেফতারকৃত রনী বিশ্বাস সদর উপজেলা রুখালী গ্রামের জাবের বিশ্বাসের ছেলে।
বুধবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)।
পুলিশ সুপার বলেন, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এ নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হলো।
এছাড়া অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনকে ৫ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি (তদস্ত) মাহামুদুর রহমান বলেন, বুধবার আসামিদের নড়াইল সদর আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ৩ জুলাই শুনানীর দিন ধার্য্য করেন। এঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]